মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি।

তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ও সঠিক ব্যবহারের নিমিত্ত বর্তমান সরকার গৃহীত “ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভনমেন্ট ফেইজ-২ (ইনফো সরকার)” প্রকল্পটি উপজেলা পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে । উক্ত প্রকল্পের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত একজন করে টেকনিশিয়ান প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মসম্পাদন করে চলেছে। প্রকল্প থেকে প্রদত্ত উপজেলা পর্যায়ে সরকারি অফিসমূহের ইন্ট্রানেট কানেক্টিভিটি এবং ভিডিও কনফারেন্স এবং তৎসংক্রান্ত মালামাল সহ প্রায় ২১ টি কম্পোনেন্টের সার্বক্ষণিক তদারকির পাশাপাশি জাতীয় তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত উপজেলা ও ইউনিয়ন পোর্টাল হালনাগাদকরণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম তদারকি, ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম মনিটরিং টুলস তদারকি, উন্নয়ন পরিবীক্ষণ সিস্টেমে তথ্য প্রদান, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ মনিটরিং এবং উপজেলা পর্যায়ে আইটি সম্পর্কিত ডিভাইসের বিভিন্ন কারিগরী দিক রক্ষণাবেক্ষণ ও মেরামত সহ নানাবিধ দাপ্তরিক কাজ করে আসছে। এতে করে উপজেলা পরিষদ তথ্য প্রযুক্তি সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কাজেও উপকৃত হচ্ছে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে উপজেলা টেকনিশিয়ান পদটি খুবই গুরুত্বর্পূণ,সেবাপ্রদানের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা লাভ করছে। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায়, উপজেলা টেকনিশিয়ান পদটি বর্তমান উপজেলা পরিষদের দাপ্তরিক উপযোগিতায় চলে এসেছে। ইনফো সরকার প্রকল্পের ২১ এপ্রিল ২০১৬ তারিখের ৫৬.০১.০০০০.১১৩.০৭.০৪৩.২০১৩/৪-৩৭৮ নং স্মারকের পত্র মোতাবেক চলতি বছরের ৩০ জুনের পর টেকনিশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে কর্তৃপক্ষের চুক্তি শেষ হয়ে যাবে বিধায় উক্ত প্রকল্পে টেকনিশিয়ানগণের নিযুক্তিও সমাপ্ত হতে চলেছে। উল্লেখ্য, উপজেলা টেকনিশিয়ানগণ উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্ত্বাবধানে কাজ করায় সরকারের ডিজিটাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই পর্যায়ে যদি উপজেলা টেকনিশিয়ান পদটি প্রকল্প শেষ হওয়ার কারণে বিলুপ্ত হয় তাহলে এ কার্যক্রম কিছুটা হলেও প্রভাব পড়বে। একই বিষয়ে বিভিন্ন উপজেলা হতে একইরূপ মতামত সম্বলিত পত্র উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর দাখিল করা হয়েছে যার দ্বারা বুঝা যায় উপজেলা পর্যায়ে একজন টেকনিশিয়ান রাখা খুবই প্রয়োজন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দীর্ঘদিন এবং উক্ত প্রকল্পে ২ বছরেরও অধিক সময় কর্মরত থাকার কারণে টেকনিশিয়ানগণ আইটি এবং দাপ্তরিক কাজে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পেরেছে ।
উপজেলা টেকনিশিয়ান পদটির গ্রহণযোগ্যতার নিরিখে উপজেলা টেকনিশিয়ানদের নিয়মিতকরণ অথবা সরাসরি নিয়োগের বিধান রেখে পদায়নের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা প্রয়োজন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.